জনবসতি এলাকায় গোলাবর্ষণ শত্রুদেশের

জনবসতি এলাকায় গোলাবর্ষণ চালালো শত্রুদেশ। 

author-image
Aniket
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ানরা খারকিভ জেলার বসতিগুলিতে গোলাবর্ষণ করেছে। পূর্বে, এস-৩০০ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। যার ফলে খারকিভে বড়সড় বিস্ফোরণও হয়েছে। হামলার ফলে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলার ফলে হতাহতের খবর পাওয়া যায়নি। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান এই হামলার বিষয়ে জানিয়েছে।