BREAKING: ইরানের সাথে ইউরোপের আলোচনার গতি বাড়াতে চাই ! সংঘাতের মাঝেই এবার বড় দাবি করলেন ম্যাক্রো

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Macron

নিজস্ব সংবাদদাতা : ইরানের সাথে ইউরোপের আলোচনার গতি বাড়াতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আজ শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলার পরেই, এই ঘোষণা করেন তিনি। ইরান-ইসরায়েল সংঘাতের মাঝে নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি বলেছিলেন,“আমার অবস্থান একেবারেই স্পষ্ট। ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারে না। ইরানকে অবশ্যই প্রমাণ দিতে হবে যে তাদের উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ।” তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি যে,যুদ্ধ বন্ধ করার এবং ভবিষ্যতে আরও বড় এক বিপদ এড়ানোর জন্য, একটিই পথ অবশিষ্ট আছে। আর সেই লক্ষ্যেই ফ্রান্স ও তার ইউরোপীয় অংশীদাররা ইরানের সঙ্গে আলোচনার গতি বাড়াবে।” এখন দেখার বিষয় এটাই যে ম্যাক্রোর এই উদ্যোগ,মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে কতটা কার্যকরী হয়। 

Iran israel