BREAKING: এবার শিশুদের জন্য AI অ্যাপ আনছেন ইলন মাস্ক ! নাম দিলেন ‘বেবি গ্রোক’

এবার শিশুদের কথা ভাবছেন ইলন মাস্ক।

author-image
Debjit Biswas
New Update
elon musk

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ইলন মাস্ক ঘোষণা করেছেন যে, তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তা (ARTIFICIAL INTELLIGENCE) সংস্থা xAI শিশুদের জন্য একটি বিশেষ অ্যাপ আনছে, যার নাম হবে ‘Baby Grok’। এটি হবে একেবারে শিশু-বান্ধব কনটেন্টের জন্য একটি এআই (AI) প্ল্যাটফর্ম। আজ এই বিষয়ে নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে ইলন মাস্ক একটি পোস্ট করলেও, বিস্তারিত কোনও তথ্য তিনি দেননি। ইলন মাস্কের এই শিশু-বান্ধব এআই (AI) প্ল্যাটফর্ম বাজারে এলে তা শিশুদের জন্য যুগান্তকারী প্ল্যাটফর্ম হিসেবেই গণ্য হবে। 

elon musk  a