BREAKING: ঋণের দাসত্বের দিকে দ্রুত এগোচ্ছে আমেরিকা ! ফের একবার ট্রাম্প প্রশাসনকে তোপ দাগলেন এলন মাস্ক

কি বললেন এলন মাস্ক ?

author-image
Debjit Biswas
New Update
donald trump and elon musk

 নিজস্ব সংবাদদাতা: ফের একবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ 'ব্যয় বিলের' বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন টেসলা ও স্পেসএক্সের প্রধান এলন মাস্ক। মাস্ক ১৩০ দিন ধরে “ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি (DOGE)”–এর বিশেষ গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে নিজের দায়িত্ব পালন করেছিলেন। তাঁর কাজ ছিল সরকারি বাজেটে অপ্রয়োজনীয় খরচ কমানো। কিন্তু সেই ডিপার্টমেন্ট থেকে গত সপ্তাহে পদত্যাগের পর তিনি এখন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনার ঢেউ তুলেছেন। এই বিষয়ে তিনি বলেন,''আমেরিকা ঋণের দাসত্বের দিকে দ্রুত এগোচ্ছে।”  তিনি দাবি করেন, একটি নতুন ব্যয় বিল তৈরি করা উচিত যা বাজেট ঘাটতিকে আরও বাড়িয়ে তুলবে না বা ঋণের সীমা ৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত না বাড়িয়ে দেবে। মাস্কের এই বিবৃতির ফলে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতির উপর নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Trump