Elon Musk : রাজনীতিতে হস্তক্ষেপ- ইউরোপীয় গণতন্ত্রের হুমকি

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ইলন মাস্কের সমালোচনা করেছেন, যিনি ইউরোপে ডানপন্থী রাজনীতিবিদদের সমর্থন করছেন।

author-image
Debapriya Sarkar
New Update
Elon

নিজস্ব সংবাদদাতা : জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সমালোচনা করেছেন। তিনি বলেন, "ইলন মাস্ক ইউরোপের বিভিন্ন ডানপন্থী রাজনীতিবিদদের পক্ষে হস্তক্ষেপ করছেন, যা ইউরোপীয় ইউনিয়নের গণতান্ত্রিক বিকাশের জন্য ক্ষতিকর।"

publive-image

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে জার্মান নির্বাচনের আগে, ইলন মাস্ক অতি-ডানপন্থী দল "অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)" এর পক্ষে নিজেকে যুক্ত করেছেন। স্কোলজ এ প্রসঙ্গে বলেন, "আমি তার কর্মকাণ্ডের সাথে একমত নই। এটি নতুন কিছু নয়, তবে এখন তিনি সমগ্র ইউরোপে ডানপন্থীদের পক্ষে হস্তক্ষেপ করছেন, যা জঘন্য।"

এছাড়া, ইলন মাস্ক জানুয়ারিতে আফডি নেত্রী অ্যালিস ওয়েইডেলের সঙ্গে কথোপকথন করেন এবং জার্মানির ইতিহাসের অপরাধবোধের বিষয়ে কিছু বিতর্কিত মন্তব্য করেন। স্কোলজ বলেন, "ইলন মাস্কের মন্তব্য বিপজ্জনক এবং তিনি ইহুদি হত্যাকাণ্ডের বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছেন না।"

publive-image

ইলন মাস্ক, হ্যালেতে অনুষ্ঠিত একটি আফডি প্রচারণা সভায় ভার্চুয়ালি উপস্থিত হয়ে জার্মান সংস্কৃতি ও মূল্যবোধ নিয়ে বিতর্কিত আলোচনা করেন।