সামনেই ঈদ! ৫৪টি ট্রেনে চলছে সফর

উৎসবের আগে মানুষকে ঘরে ফেরাচ্ছে ট্রেন। ঈদ উপলক্ষ্যে ওপার বাংলায় চলছে বিশেষ ট্রেন।

author-image
Pallabi Sanyal
New Update
123

হাবিবুর রহমান, ঢাকা : বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে ঘরে ফেরা মানুষকে নিরাপদে পৌঁছে দিচ্ছে ট্রেন। দুটি ‘ঈদ স্পেশাল ট্রেন’ যোগ হওয়ায় রবিবার ৫৪টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পরিষেবা দিচ্ছে।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানা গেছে, এবারও ঈদযাত্রায় আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে মোট আসনের ২৫ শতাংশ। কমলাপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকিট পাওয়া যাচ্ছে। শুধু যাত্রার দিনেই আসনবিহীন টিকিট কেনা যাবে স্টেশনের কাউন্টার থেকে।

45



রেল কর্তৃপক্ষ আরও জানায়, ঈদ উপলক্ষ্যে রবিবার ৫৪ জোড়া ট্রেন চলছে। এসব ট্রেনের মধ্যে দুটি স্পেশাল ট্রেন রয়েছে। লালমনি স্পেশাল ও পঞ্চগড় স্পেশাল ট্রেন দুটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়বে।

এদিকে, কমলাপুর স্টেশন থেকে সকাল থেকেই যথাসময়ে ছাড়ছে ট্রেন।এবার ঈদযাত্রায় ঢাকা থেকে আন্তঃনগর, লোকাল মিলে ট্রেনে প্রতিদিন প্রায় ৫০ হাজার যাত্রী ঢাকা ছাড়বে। এর আগে গত ১৪ জুন থেকে আন্তঃনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। অন্যদিকে ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় ২২ জুন থেকে।