৬.৪ মাত্রার বড়সড় ভূমিকম্প! কোথায় কি হল?

জানুন এই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
earthquake-165333220-16x9_0

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) জানিয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২:০৭ মিনিটে (ভারতীয় সময় সকাল ৭:৩৭) রাশিয়ার কমসোমলস্ক-অন-আমুর থেকে ১৬৫০ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্প আঘাত হানে। ইএমএসসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পের মাত্র আট মিনিট পরে ৫.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প এবং তার কিছুক্ষণ পরেই ৪.৫ মাত্রার তৃতীয়াংশ আঘাত হেনেছে। প্রথম ভূমিকম্পটি ৫.০ মাত্রার ছিল এবং এরপর ০৭:০৭ ইউটিসি-তে ৬.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এটি পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১৫১ কিলোমিটার পূর্বে, ৮.৭ কিলোমিটার গভীরে অবস্থিত।

4 Earthquakes in 1 Hour: Series of tremors jolt India, Myanmar, and  Tajikistan - CNBC TV18