BREAKING: আরো এক প্রতিবেশী দেশ কেঁপে উঠল!

কোন দেশের কথা বলা হল?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) জানিয়েছে, শনিবার মায়ানমারের কিয়াউকসের কাছে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। কিয়াউকসের প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, ১৫:৫৪ UTC-তে কম্পনটি অনুভূত হয়েছিল। তাৎক্ষণিকভাবে হতাহতের হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।

earthquake