New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া অঞ্চলে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে। এর আগের অনুমান ছিল ওই কম্পনের তীব্রতা ৬.১।
ভূমিকম্পটি ১৭ কিলোমিটার (১০.৫৬ মাইল) গভীরতায় আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে যে ভূমিকম্পের পর এই অঞ্চলে সুনামির কোনও আশঙ্কা নেই।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/20/earthquake-165333220-16x9_0-2025-07-20-14-05-37.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us