কাবুলে ভূমিকম্প ত্রাণ পৌঁছল ভারতের তরফে

জানালেন এস জয়শঙ্কর।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Gz2nLt5WkAAFhpn

নিজস্ব সংবাদদাতা: আফগানিস্তানের কাবুলে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এল ভারত। পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর সোমবার এক টুইট বার্তায় জানান, ভারতের পাঠানো ত্রাণসামগ্রী কাবুলে পৌঁছেছে বিমানযোগে।

তিনি লিখেছেন, “ভারতের ভূমিকম্প ত্রাণ কাবুলে পৌঁছেছে। আজ বিমানযোগে ২১ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছে কম্বল, তাঁবু, স্বাস্থ্যবিধি কিট, জল সংরক্ষণ ট্যাঙ্ক, জেনারেটর, রান্নাঘরের সরঞ্জাম, পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার, স্লিপিং ব্যাগ, প্রয়োজনীয় ওষুধ, হুইলচেয়ার, হ্যান্ড স্যানিটাইজার, ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট, ওআরএস সলিউশন এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী।”

জয়শঙ্কর আরও জানান, ভারত পরিস্থিতির ওপর নজর রাখছে এবং আগামী দিনগুলোতেও মানবিক সহায়তা পাঠানো অব্যাহত থাকবে।

কূটনৈতিক মহল মনে করছে, আফগানিস্তানের সংকটময় পরিস্থিতিতে ভারতের এই পদক্ষেপ শুধুমাত্র মানবিক উদ্যোগ নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে দিল্লির ইতিবাচক ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।