New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আগামী ২০ আগস্ট ইকুয়েডরে রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। এই নির্বাচনে ৮ জন প্রার্থী লড়াই করবেন। তার আগে এবার নির্বাচনের দৌড়ে থাকা এক প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। মৃত প্রার্থীর নাম ফার্নান্দো ভিলাভিসেনসিও। নির্বাচন উপলক্ষে কুইটোতে একটি সমাবেশ করেন তিনি। তারপরেই তাকে গুলি করে হত্যা করা হয়। ফার্নান্দো ভিলাভিসেনসিও পেশায় একজন সাংবাদিক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
#BREAKING Ecuadoran presidential candidate shot dead after rally: local media pic.twitter.com/zrSpGv1FFL
— AFP News Agency (@AFP) August 10, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us