/anm-bengali/media/media_files/f0AXO25Bd5jlGSLYYNw2.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ তৃতীয় ভারত-জাপান ২+২ মন্ত্রী পর্যায়ের সংলাপ আজ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিশেষ ভাষণ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর।
ডাঃ এস জয়শঙ্কর বলেছেন, “প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ব্যাপক ও ফলপ্রসূ মতবিনিময় আমরা কিছুক্ষণ আগেই সমাপ্ত করেছি। এর আগে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আমি পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়ার সঙ্গেও আলাদাভাবে সাক্ষাৎ করেছি। ২ বছর আগে টোকিওতে আমাদের শেষ সাক্ষাতের পর থেকে আমাদের চারপাশের আঞ্চলিক ও বৈশ্বিক পরিবেশ যথেষ্ট বিকশিত হয়েছে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং বৃহত্তর বিশ্বে আরও জটিলতা এবং অস্থিরতা রয়েছে। আমাদের অর্থনৈতিক আড়াআড়ি আরও জটিল, স্বচ্ছতা, পূর্বাভাস এবং স্থিতিস্থাপকতা আমাদের সুরক্ষার একটি অপরিহার্য অঙ্গ করে তুলেছে। ভারত ও জাপান আন্তঃসীমান্ত সন্ত্রাস সহ সন্ত্রাসবাদের মোকাবিলায় আমাদের দৃঢ় সংকল্পবদ্ধ।”
#WATCH | The third India-Japan 2+2 Ministerial Dialogue was held in Delhi today.
— ANI (@ANI) August 20, 2024
EAM Dr S Jaishankar says, "...We have just concluded extensive and productive exchange of views on cross-cutting issues pertaining to defence and security. Prior to that, I also met Foreign Minister… pic.twitter.com/pszc6an4d4