বিদায়ের সুরের মাঝেও আনন্দ অবিরাম ! নবমীতে মুখরিত হয়ে উঠলো ঢাকেশ্বরী জাতীয় মন্দির

বাংলাদেশের দূর্গা পুজো।

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-10-01 at 7.09.56 PM

DHAKA

নিজস্ব সংবাদদাতা : শারদীয় দুর্গোৎসবের মহানবমী তিথিতে পূজার ষোলোকলা পূর্ণ হলেও, দেবী দুর্গার বিদায়ের সুর বেজে ওঠেছে। বৃষ্টি উপেক্ষা করে বুধবার সকাল থেকে নবমীর তিথিতে সন্ধিপূজায় মণ্ডপে মণ্ডপে দেবীর বন্দনা চলে ভক্তদের আরাধানায়।

ঢাকের বাদ্য, উলুধ্বনি, শঙ্খনাদ আর কাসর ঘণ্টায় মুখরিত হয়ে উঠে ঢাকেশ্বরী জাতীয় মন্দির। ঢাকেশ্বরী মন্দিরে সকাল ৯টা নাগাদ পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং ১১টার পর অঞ্জলি দেন ভক্তরা। নবমীর সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহাআরতি’ হওয়ারও কথা রয়েছে।

WhatsApp Image 2025-10-01 at 7.09.45 PM
DHAKA

গত ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে এবারের দুর্গোৎসবের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। ষষ্ঠী তিথিতে রোববার বেলতলায় দেবীর অধিষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়। বাংলাদেশজুড়ে ৩৩ হাজারেরও বেশি মন্দির-মণ্ডপে উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন সকালে হবে দুর্গাদেবীর দশমী বিহিত পূজা ও পূজান্তে দর্পণ বিসর্জন। দুপুর ১২টায় থাকবে স্বেচ্ছায় রক্তদান এবং বিকেল ৩টায় বের হবে বিজয়া শোভাযাত্রা।

বিজয়া দশমীতে একদিকে ‘আনন্দময়ী মাকে’ বিদায় জানানোর পালা, আবার আসন্ন বছর ‘মা’ আবার আসবেন সেই অপেক্ষার শুরু। দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এবারের বাংলাদেশের শারদীয় দুর্গোৎসব।