ঢাকাতেও সাড়ম্বরে শুরু হয়ে গেল দুর্গাপূজা

দশমীতে দেবীকে বিদায় জানানোর বেদনাও জেগে ওঠে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-09-29 at 17.10.50

File Picture

হাবিবুর রহমান, ঢাকা: অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয়ের আকুতি জানিয়ে শারদীয় দুর্গোৎসবের সপ্তমীতে দুর্গতিনাশিনী দেবীর কাছে প্রার্থনা জানিয়েছেন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা। তারা বিশ্বাস করেন সপ্তমীতে পূজা দিলে সাত জনমের পাপ মোচন হয়ে যায়। আর অষ্টমীতে অষ্টমঙ্গল লাভ করা হয়। নবমীতে পূর্ণপূজার পর দশমীতে দেবী অপরাজিতা হন। দশমীতে দেবীকে বিদায় জানানোর বেদনাও জেগে ওঠে।

সোমবার নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মাধ্যমে সপ্তমী পূজায় অংশ নিয়েছেন ভক্তরা। মহাসপ্তমীর রীতি অনুযায়ী সকালে প্রথমে নবপত্রিকা স্থাপন করা হয়। এর মধ্যে দিয়েই মূলত শুরু হয় দেবীর পূজা। 

এদিনের আয়োজনে ছিল কল্পারম্ভ ও বিহিত পূজা। সকাল ১১টার পর ভক্তরা দেবীদুর্গার চরণে অঞ্জলি দেন এবং প্রসাদ গ্রহণ করেন। এর আগে আরতির পর দেবীর পদজলে উপবাস ভেঙে প্রার্থনা করেন ভক্তরা।

সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিন ‘কন্যারূপে’ ধরায় আসেন দশভূজা দেবী দুর্গা; বিসর্জনের মধ্য দিয়ে তাকে এক বছরের জন্য বিদায় জানানো হয়। তার এই ‘আগমন ও প্রস্থানের’ মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলবে দুর্গোৎসব।

এবারের পূজায় কেবল ঢাকাতে গতবারের তুলনায় ৭টি বেড়ে মোট ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আর সারা বাংলাদেশে মোট মণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি, যা গতবারের তুলনায় প্রায় হাজারখানেক বেশি।