খারকিভে ড্রোন হামলায় সাতজন নিহত, ধ্বংসস্তূপ থেকে দুইজনকে উদ্ধার

তল্লাশি অভিযান শেষ হয়েছে।

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-20 2.17.51 AM

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের খারকিভ শহরের ইন্ডাস্ট্রিয়াল জেলায় এক বহুতল ভবনে রুশ ড্রোন হামলার পর তল্লাশি অভিযান শেষ হয়েছে। আঞ্চলিক সামরিক প্রশাসনের মতে, ভবনটিতে ১১৯টি ফ্ল্যাট ছিল, যেখানে প্রায় ৩০০ বাসিন্দা থাকতেন।

এই হামলায় ৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে দুই শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ২৪ জন। ধ্বংসস্তূপ থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকাজে অংশ নেন ১৮০-রও বেশি কর্মী, ব্যবহার করা হয় ৫২টি সরঞ্জাম ইউনিট। পাশাপাশি পায়রোটেকনিক দল, কুকুর বাহিনী এবং মনোবিদরাও উদ্ধার অভিযানে যুক্ত ছিলেন।

স্থানীয় প্রশাসনের দাবি, সময়মতো তৎপরতায় আরও বড়সড় প্রাণহানি এড়ানো গেলেও হামলার পর গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।