Ritika Das
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/W5tlvbp5oPSzrRjbf8xK.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: ফের পশ্চিম তীরে হামলা চালাল ইসরায়েল। সেখানকার একটি শহর জেনিনে গত সোমবার ড্রোন হামলা চালায় ইসরায়েল। এই হামলার ফলে কমপক্ষে ৭ জন মানুষের মৃত্যু হয়েছে। এদিন সন্ধে পর্যন্ত দুপক্ষের সৈন্যের মধ্যে চলে সংঘর্ষ।
জেনিন শহরের মধ্যেই রয়েছে শরণার্থী শিবির। এই শিবিরে অবস্থিত জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি সৈন্যর সংঘর্ষ অব্যাহত থাকায় সোমবার সারা দিন ধরেই শহর জুড়ে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। শহরের এক অ্যাম্বুলেন্স চালক খালেদ আলাহমাদ জানান, শরণার্থী শিবিরে যা চলছে তা প্রকৃত যুদ্ধ। তিনি আরও জানান, শিবিরকে লক্ষ্য করে ড্রোন হামলা হয়। যার ফলে বহু মানুষ জখম হয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us