চেরনিহিভের নিজিনে ড্রোন হামলা, দোকান ও আবাসিক ভবনে আঘাত

"নোভা পোষ্টা" শাখা ও দুইটি বাড়িতে ক্ষতি; মেয়রের সতর্কবার্তা — জল ও চার্জার মজুত রাখার আহ্বান।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: চেরনিহিভ অঞ্চলের নিজিন শহরে একটি ড্রোন হামলায় একাধিক স্থানে আঘাত হেনেছে। হামলার ফলে একটি দোকান, একটি "নোভা পোষ্টা" শাখা এবং দুটি আবাসিক বাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে। নিজিনের মেয়র অলেক্সান্ডার কোদোলা স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বলেন, “সবাই যেন পানীয় জল ও প্রযুক্তিগত কাজে ব্যবহৃত জল মজুত রাখেন, মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক ও টর্চ লাইট পুরো চার্জ দিয়ে রাখেন।”

তিনি আরও জানান, পরবর্তী হামলার আশঙ্কা থাকায় জরুরি প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। স্থানীয় প্রশাসন উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। এই হামলা ইউক্রেনের বেসামরিক পরিকাঠামোর উপর ধারাবাহিক আক্রমণের একটি অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা।