মিশরে পৌঁছালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ! কেমন হতে চলেছে গাজার ভবিষ্যৎ ?

কেন গুতুরারপূর্ণ ট্রাম্পের এই সফর ?

author-image
Debjit Biswas
New Update
donald Trump

নিজস্ব সংবাদদাতা : ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার পর, গাজার ভবিষ্যৎ নিয়ে আয়োজিত একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ মিশরে পৌঁছালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মিশরের শার্ম এল শেখ-এ একটি "শান্তি শীর্ষ সম্মেলন" (Summit for Peace)-এ যোগ দিচ্ছেন তিনি। এই সম্মেলনে যৌথ সভাপতিত্ব করছেন তিনি এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি। এই সম্মেলনের মূল লক্ষ্য হলো ইসরায়েল-হামাস যুদ্ধের সমাপ্তি এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার একটি নতুন যুগের সূচনা করা।

donald trump

উল্লেখ্য,এর আগে গাজায় মার্কিন মধ্যস্থতায় সম্পন্ন হওয়া,ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির সফলতা উদযাপন করার জন্য ইসরায়েল সফর করেন ট্রাম্প। তিনি ইজরায়েলি পার্লামেন্ট ক্নেসেট (Knesset)-এ এই বিষয়ে ভাষণ দেন এবং সেখানে তিনি ইসরায়েলি আইনপ্রণেতাদের শান্তি প্রতিষ্ঠার এই সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানান।