BREAKING: আমেরিকায় উৎপাদন না হলেই আইফোনে চাপবে ২৫ শতাংশ কর ! অ্যাপল সংস্থাকে বড় হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আইফোন ইস্যুতে কি বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ?

author-image
Debjit Biswas
New Update
g

নিজস্ব সংবাদদাতা : এবার আইফোন ইস্যুতে অ্যাপল সংস্থাকে এক বড় হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ এই বিষয়ে তিনি বলেন,''আমি চাই সমস্ত আইফোন যেন আমেরিকার মাটিতেই তৈরি হয়, ভারত বা অন্য কোনও দেশে নয়। যদি অ্যাপল সংস্থা তাদের উৎপাদন ইউনিট আমেরিকায় না নিয়ে আসে, তবে আমদানিকৃত প্রতিটি আইফোনের ওপর ২৫ শতাংশ কর চাপানো হবে।'' সম্প্রতি অ্যাপল সংস্থা তাদের উৎপাদন ইউনিটের একটি বড় অংশ ভারতে খোলার ইচ্ছা প্রকাশ করেছিল। যদিও এই বিষয়ে একেবারেই খুশি হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন ট্রাম্প যদি নিজের সিদ্ধান্তে অটল থাকেন তাহলে মার্কিন ক্রেতাদের জন্য আইফোনের দাম অনেকটাই বাড়তে পারে।

applelogo