BREAKING: মার্কিন নিয়োগ নীতিতে বড় রদবদল ! দেশপ্রেম ও ট্রাম্পের নীতির প্রতি আনুগত্যই এখন প্রধান শর্ত

কি সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প ?

author-image
Debjit Biswas
New Update
g

নিজস্ব সংবাদদাতা : এবার আমেরিকার ফেডারেল চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এক বড় রদবদলের পথে হাঁটছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়োগ নীতিতে প্রাধান্য পাবে দেশপ্রেম, প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি-এজেন্ডার প্রতি আনুগত্য এবং সংবিধানের প্রতি দায়বদ্ধতা। হোয়াইট হাউস ও অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্ট (OPM) মিলে নির্দেশ দিয়েছে, নিয়োগে ‘মেরিট-ভিত্তিক’ পদ্ধতিতে প্রার্থীদের মূল্যায়ন করতে হবে। এবার থেকে GS-5 ও তার ওপরের লেভেলের চাকরিপ্রার্থীদের একটি প্রবন্ধ লিখে জানাতে হবে—তারা কীভাবে সংবিধান রক্ষা করবেন, প্রশাসনিক দক্ষতা বাড়াবেন, ট্রাম্পের নীতিকে সমর্থন করবেন এবং তাদের নিজস্ব কাজের নীতি কী হবে। যদিও সমালোচকরা বলছেন, এই সিদ্ধান্ত নিরপেক্ষ প্রশাসন ধারণার বিপরীতে যেতে পারে।

donald trump