BREAKING: ভিয়েতনামের সঙ্গে বিরাট বাণিজ্য চুক্তি আমেরিকার ! বড় ঘোষণা করলেন ট্রাম্প

কি রয়েছে এই চুক্তিতে ?

author-image
Debjit Biswas
New Update
trump

নিজস্ব সংবাদদাতা : এবার ভিয়েতনামের সঙ্গে এক বিরাট বাণিজ্য চুক্তির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে-এ এই বিষয়ে পোস্ট করে বলেন,''আমি সরাসরি ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি জেনারেল তো লামের সঙ্গে এই চুক্তি করেছি।'' এই চুক্তিকে তিনি দুই দেশের মধ্যে “সহযোগিতার ক্ষেত্রে এক মহান চুক্তি” হিসেবে বর্ণনা করেছেন। এই চুক্তির শর্ত অনুযায়ী, ১. যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত ভিয়েতনামের সকল পণ্যের উপর ২০% শুল্ক আরোপ করা হবে। ২. যেসব পণ্য ভিন্ন দেশের মাধ্যমে ট্রান্সশিপমেন্ট হবে, সেগুলির উপর ৪০% শুল্ক বসবে। ৩. এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের সমস্ত পণ্য ভিয়েতনামের বাজারে বিনা শুল্কে প্রবেশাধিকার পাবে। এই বিষয়ে ট্রাম্প লিখেছেন যে,''আমার জন্য এটা এক মহান গর্বের বিষয় যে আমি সোশালিস্ট রিপাবলিক অব ভিয়েতনামের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছি। ভিয়েতনাম যা আগে কখনও করেনি, এবার তারা সেটাই করেছে। অর্থাৎ মার্কিন পণ্যের জন্য তাদের বাজার পুরোপুরি উন্মুক্ত করতে সম্মত হয়েছে।”

donald trump