ফের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ ডাক ট্রাম্পের, চীনকে তুলোধোনা! বললেন ‘অনেক হয়েছে, এবার বদলা নেব'

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, আমেরিকায় এখন জিনিসের দাম কম, কোনও মূল্যবৃদ্ধি নেই, আর চীনের মতো দেশগুলোর কাছ থেকে বিলিয়ন ডলার ট্যারিফ আদায় করা হচ্ছে।

author-image
Debapriya Sarkar
New Update
Trump xi

নিজস্ব সংবাদদাতা : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এখন আমেরিকার অর্থনীতি আগের থেকে ভালো। তিনি বলেন, "তেলের দাম কমেছে, সুদের হার কমেছে, খাবারের দামও কমেছে। দেশে এখন কোনো বড়সড় মূল্যবৃদ্ধি নেই।" তিনি আরও বলেন, "আমেরিকা এখন অনেক দেশের কাছ থেকে বিলিয়ন ডলার শুল্ক নিচ্ছে। চীনসহ অনেক দেশ অনেক বছর ধরে আমেরিকাকে ঠকিয়ে এসেছে।"

Trump

ট্রাম্প অভিযোগ করেন, চীন তাঁর সতর্কবার্তা না শুনে উল্টে ৩৪ শতাংশ ট্যারিফ বাড়িয়ে দিয়েছে। এর ফলে চীনের বাজারে সমস্যা হচ্ছে বলেও দাবি করেন তিনি সবশেষে ট্রাম্প বলেন, "আমাদের দেশ এত বছর ধরে যে ক্ষতির শিকার হয়েছে, তার জন্য আগের নেতারাই দায়ী। এখন সময় এসেছে আমেরিকাকে আবার মহান করে তোলার।"