ভাইস প্রেসিডেন্ট হতে নারাজ ! তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়ার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প

তৃতীয়বার প্রেসিডেন্ট হতে পারবেন ডোনাল্ড ট্রাম্প ?

author-image
Debjit Biswas
New Update
donald Trump

নিজস্ব সংবাদদাতা : ২০২৮ সালের নির্বাচনে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়ার ইচ্ছা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন সংবিধান অনুযায়ী যেকোনও প্রেসিডেন্টের জন্যই তৃতীয়বার নির্বাচনে লড়া সাংবিধানিকভাবে নিষিদ্ধ।

সম্প্রতি মালয়েশিয়া থেকে জাপানে যাওয়ার পথে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, তিনি অত্যন্ত "ভালোবাসার সাথে" আবারও নির্বাচনে লড়তে চান।

ট্রাম্পের কিছু সমর্থক, ট্রাম্পকে ২০২৮ সালে ভাইস প্রেসিডেন্ট পদে লড়ার পরামর্শ দিয়েছিলেন। তাদের ধারণা ছিল, এর মাধ্যমে প্রেসিডেন্টের তৃতীয়বার দায়িত্ব পালনের সাংবিধানিক বাধা এড়ানো যেতে পারে। তবে ট্রাম্প এই প্রস্তাব সরাসরি খারিজ করে দেন।

donald trump

তিনি বলেন, যদিও ভাইস প্রেসিডেন্ট পদে লড়ার ক্ষেত্রে তাঁর কোনো "বাধা" নেই, তবুও তাঁর এমন কোনও পরিকল্পনা নেই। এই বিষয়ে তিনি বলেন যে,''"আমার মনে হয় মানুষজন সেটা পছন্দ করবে না। এটা খুব বেশি চালাকি হয়ে যাবে। এটা ঠিক হবে না।"

এরপর সাংবাদিকরা রিপাবলিকান দলের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (JD Vance) এবং সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর (Marco Rubio) নাম উল্লেখ করলে ট্রাম্প বলেন,"আমি শুধু এইটুকু বলতে পারি যে আমাদের কাছে একদল দুর্দান্ত লোক আছে, যা তাদের (ডেমোক্র্যাটদের) নেই।"

ট্রাম্পের এই মন্তব্যগুলি এমনটাই ইঙ্গিত করে যে তিনি ২০২৮ সালের নির্বাচনে নিজে সরাসরি লড়তে না পারলেও, দলের শক্তিশালী নেতৃত্ব বজায় রাখতে চান।