BREAKING: আমিই নেতানিয়াহুকে বলেছি, চালিয়ে যাও ! ইরান-ইসরায়েল যুদ্ধের পিছনে কি তবে ট্রাম্প ?

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
IRAN ISRAEL

নিজস্ব সংবাদদাতা : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইরানে অভিযান চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন তিনি নিজেই। আজ একথা নিজেই স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ CNN-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমিই বলেছি, চালিয়ে যাও।” তিনি আরও জানান, “প্রতিদিন আমার সঙ্গে নেতানিয়াহুর কথা হয়। তিনি একজন ভালো মানুষ, তিনি অনেক কিছু করছেন।” কিন্তু এরপর যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি ইসরায়েলকে অতিরিক্ত কোনও সামরিক সহায়তার ইঙ্গিত দিয়েছেন ? তখন তিনি বলেন, “না। এখনও  পর্যন্ত উনি ভালো কাজ করছেন।'' ইরান-ইসরায়েল সংঘাতের মাঝে ট্রাম্পের এই মন্তব্য এক বড় প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Donald Trump