মহান দেশের,মহান নেতা শি জিনপিং ! হাই ভোল্টেজ বৈঠকের শুরুতেই চীনের প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প

কেন ট্রাম্পের মুখে চীনের প্রশংসা ?

author-image
Debjit Biswas
New Update
usachina

নিজস্ব সংবাদদাতা : অবশেষে শুরু হল বহু প্রতীক্ষিত ডোনাল্ড ট্রাম্প-শি জিনপিং বৈঠক। আর এই বৈঠকের একদম শুরুতেই চীনের প্রেসিডেন্টের প্রশংসায় পঞ্চমুখ হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-কে একজন 'মহান দেশের,মহান নেতা' বলে অভিহিত করেন। 

আজ বৈঠকের শুরুতেই তিনি বলেন,''আজ অনেকদিন পর আমার একজন অত্যন্ত কাছের বন্ধুর (চীনের প্রেসিডেন্ট) সঙ্গে দেখা করতে পেরে আমি খুবই আনন্দিত।  আমরা ইতিমধ্যেই অনেক বিষয়ে সম্মত হয়েছি, এবং এখনই আরও কিছু বিষয়ে সম্মত হব।"

trump

এরপর তিনি বলেন,''আপনি একটি মহান দেশের একজন মহান নেতা। আমি মনে করি আমাদের মধ্যে একটি দীর্ঘ সময় ধরে একটি চমৎকার সম্পর্ক বজায় থাকবে, এবং আপনাকে আমাদের সঙ্গে পেয়ে আমি সম্মানিত।"

ট্রাম্পের এই বন্ধুত্বপূর্ণ মন্তব্য এমনটাই ইঙ্গিত করে যে এই দুই দেশের মধ্যেকার এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরুর আগে, ট্রাম্প একটি ইতিবাচক কূটনৈতিক পরিবেশ তৈরি করতে চাইছেন।