বড় বড় চুক্তি করিয়েও,লোকে বলে ট্রাম্প জঘন্য লোক ! ফের আক্ষেপের সুর ট্রাম্পের গলায়

কেন আক্ষেপের সুর ডোনাল্ড ট্রাম্পের গলায় ?

author-image
Debjit Biswas
New Update
donald trump

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পরেই ফের একবার আমেরিকার গণমাধ্যমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন,''বিশ্বের সমস্ত বড় বড় যুদ্ধের সমাধান আমি করেছি,কিন্তু আমি যাই করি না কেন, যে চুক্তিই করি না কেন, তাতে আমেরিকানরা লাভবান হবেন, হয়তো প্রেসিডেন্ট পুতিনও তাতে লাভবান হবেন, কিন্তু আমেরিকার গণমাধ্যম বলবে ট্রাম্প জঘন্য লোক ছিল। আমি এভাবেই বেঁচে আছি,আমি সবচেয়ে খারাপ প্রচার পাই।"

Trump

এরপর তিনি বলেন,''এটা আমার কাছে খুবই দুঃখজনক। উদাহরণ হিসেবে বলা যায় যে, আমেরিকার গণমাধ্যম বলেছে যে ভ্লাদিমির পুতিন আমেরিকার মাটিতে এসেছেন, তাই এটি ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বিশাল পরাজয়। আসলে এটা খুবই চমৎকার বিষয় যে তিনি এখানে এসেছেন, ওনার  জন্যও তো এটা একটা কঠিন কাজ ছিল।"