BREAKING: জাপান ও দক্ষিণ কোরিয়ার উপর ২৫% শুল্ক ! ফের শুল্ক যুদ্ধ শুরু করলেন ট্রাম্প

ফের বিতর্কিত সিদ্ধান্ত নিলেন ট্রাম্প।

author-image
Debjit Biswas
New Update
trump

নিজস্ব সংবাদদাতা : এবার জাপান ও দক্ষিণ কোরিয়ার উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করার ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী  ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানানো হয়েছে। আজ এই বিষয়ে দুই দেশের প্রধানদের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে ট্রাম্প বলেন, "দুঃখজনকভাবে, এই দুই দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য সম্পর্ক এখনও সমতা অর্জন করতে পারেনি। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।" এই চিঠিতে ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়েছেন যে,''যদি এই দেশগুলি পাল্টা কোনও শুল্ক আরোপ করে, তবে যত শতাংশ শুল্ক তারা বাড়াবে, তার সঙ্গে আরও ২৫% যুক্ত করে আমেরিকাও আরও শুল্ক আরোপ করবে।'' ট্রাম্পের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

donald trump