নিজস্ব সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলমান বিরোধে,এবার আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম। আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার)-এ,নিজের এক পোস্টে তিনি অভিযোগ করেন যে, ''ন্যাশনাল গার্ড সদস্যদের খাদ্য, জল, জ্বালানি বা থাকার কোনও জায়গা ছাড়াই এখানে পাঠানো হয়েছে।'' তিনি আরও লেখেন যে,''তাঁরা মেঝেতে ঘুমাচ্ছেন, একে অপরের গায়ে গায়ে। যদি কেউ সেনাদের সবচেয়ে বেশি অসম্মান করে থাকে, তবে সেটা আপনি ডোনাল্ড ট্রাম্প।"
/anm-bengali/media/media_files/2025/05/14/Cpqf2zucfsmk3M4JGbfZ.jpg)