মার্কিন শিল্পপতিরা আতঙ্কিত ! ভারতের ওপর শুল্কের বোঝা চাপিয়ে নিজের দেশেই সমালোচিত হচ্ছেন ট্রাম্প

কেন সমালোচিত হচ্ছেন ট্রাম্প ?

author-image
Debjit Biswas
New Update
h

নিজস্ব সংবাদদাতা : ভারতের ওপর বিপুল পরিমান শুল্কের বোঝা চাপিয়ে এবার নিজের দেশেই কড়া সমালোচনার সম্মুখীন হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু রাজনৈতিক বিরোধীরাই নয়, বরং তার নিজের দলের একাংশই এখন ট্রাম্পের অবস্থানের সমালোচনা করছে। কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির অন্যতম মুখ নিকি হ্যালি ট্রাম্পের এই ট্যারিফ নীতির সমালোচনা করেন। নিজের টুইট বার্তায় তিনি উল্লেখ করেন যে,চীন রাশিয়া থেকে সবথেকে বেশি পরিমান তেল কেনে। অথচ চীনকে ৯০ দিনের ছাড় দেওয়া হলেও ভারতের বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছেন ট্রাম্প। তিনি ট্রাম্পকে স্বরণ করিয়ে দেন, কোনওভাবেই ভারতের মতো শক্তিশালী অংশীদারের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। 

Trump

আর এবার এই বিষয়েই ট্রাম্পের নীতির কড়া সমালোচনা করলেন নিউ হ্যাম্পশায়ারের প্রাক্তন রিপাবলিকান গভর্নর ক্রিস সুনুনু। তিনি জানিয়েছেন, ভারতের ওপর শুল্ক আরোপ করার বিষয়টি আসলে মার্কিন শিল্পপতিদের সবচেয়ে বেশি আতঙ্কিত করছে। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দিয়ে বলেন, “ভারত ভবিষ্যতে বিশ্ব মঞ্চে এক বড় ভূমিকা নেবে। যদি আপনি অন্যদের সঙ্গে সম্পর্ক রাখেন, তাহলেও আপনার সবচেয়ে শক্তিশালী বন্ধু ভারতকে বিচ্ছিন্ন করবেন না।” সুনুনুর মতে, ট্রাম্পের এই নীতি দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। অর্থাৎ ভারতের ওপর বিপুল পরিমান শুল্কের বোঝা চাপিয়ে ঘরে-বাইরে নিজেই সমালোচিত হচ্ছেন ট্রাম্প।