BREAKING: ভারতের সাথে শীঘ্রই হতে পারে নতুন বাণিজ্য চুক্তি ! এবার বিরাট ইঙ্গিত দিয়ে দিলেন ট্রাম্প

কি বললেন ডোনাল্ড ট্রাম্প ?

author-image
Debjit Biswas
New Update
modi trump

নিজস্ব সংবাদদাতা : শীঘ্রই ভারতের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি করতে চলেছে আমেরিকা, গতকাল এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় তিনি সাংবাদিকদের এই বার্তা দেন। তিনি বলেন,''আমরা ভারতের সঙ্গেও আলোচনায় রয়েছি। সম্ভবত খুব শীঘ্রই একটা চুক্তি হবে আমাদের মধ্যে। আমি যখন কাউকে একটি চিঠি পাঠাই, সেটাই চুক্তি হয়ে যায়। আমাদের সামনে এখন কিছু ভালো ভালো চুক্তি এসেছে। ভারতের সঙ্গেও আমরা একটা বড় চুক্তির খুবই কাছাকাছি রয়েছি, যেখানে ওরা ওদের বাজার খুলে দেবে আমেরিকার জন্য।" এই চুক্তি বাস্তবায়িত হলে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় হবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Gv6lIfAXEAAdzPq