আমি প্রেসিডেন্ট থাকলে ওরা পরমাণু বোমা বানাতে পারতো না ! কোন দেশকে নিয়ে এই কথা বললেন ট্রাম্প ?

কি বললেন ডোনাল্ড ট্রাম্প ?

author-image
Debjit Biswas
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা : আজ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেখানেই উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য করেন তিনি। প্রথমে এই বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের দুই মেয়াদের মাঝখানেই কোরিয়া উপদ্বীপের শান্তি বিঘ্নিত হয় এবং এই সময়েই উত্তর কোরিয়া তাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়াতে থাকে। এরপর ট্রাম্প বলেন,''আমি যদি সেইসময়ে প্রেসিডেন্ট হিসেবে থাকতাম, তাহলে তারা এটা করতে পারত না।” ট্রাম্পের এই মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহলে। 

donald trump