নিজস্ব সংবাদদাতা : এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি আজগুবি মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন,''রাশিয়ানরা যদি হাইওয়ে দিয়ে যেত, তাহলে তারা চার ঘণ্টার মধ্যেই কিয়েভে পৌঁছত। কিন্তু এক রুশ জেনারেল কৃষি জমির মধ্য দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/06/6h3QbTqpifosoGHiafQ3.webp)
এরপর তিনি বলেন,''আমি জানি না যে সেই রুশ জেনারেল ঠিক কে ছিলেন, কিন্তু ভ্লাদিমিরের (পুতিন) স্বভাব যেহেতু আমার জানা আছে, তাই বলতে পারি সম্ভবত তিনি এখন আর এই পৃথিবীতে নেই।"
চার ঘণ্টাতেই কিয়েভে পৌঁছত রুশ সেনা, কিন্তু রাশিয়ান জেনারেল ভুল পথে গিয়েছিলেন ! হঠাৎ এ কি বললেন ট্রাম্প
কি বললেন ডোনাল্ড ট্রাম্প ?
নিজস্ব সংবাদদাতা : এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি আজগুবি মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন,''রাশিয়ানরা যদি হাইওয়ে দিয়ে যেত, তাহলে তারা চার ঘণ্টার মধ্যেই কিয়েভে পৌঁছত। কিন্তু এক রুশ জেনারেল কৃষি জমির মধ্য দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।"
এরপর তিনি বলেন,''আমি জানি না যে সেই রুশ জেনারেল ঠিক কে ছিলেন, কিন্তু ভ্লাদিমিরের (পুতিন) স্বভাব যেহেতু আমার জানা আছে, তাই বলতে পারি সম্ভবত তিনি এখন আর এই পৃথিবীতে নেই।"