নিজস্ব সংবাদদাতা : আজ বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইঙ্গিত দিলেন যে, ইরানের তেল বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্র কিছুটা নমনীয় হতে পারে। তিনি বলেন,''ওরা সবেমাত্র একটা যুদ্ধ শেষ করেছে। অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়েছে। হার মানতে চায়নি।” এরপর তেল বিক্রি প্রসঙ্গে তিনি বলেন,''ওরা তেলের ব্যবসায় আছে। চাইলে আমি তা থামাতে পারি আর আমি নিজেই চীনকে তেল বিক্রি করতে পারি। কিন্তু আমি সেটা করতে চাই না। ইরানের এখন অর্থ দরকার দেশটাকে গড়ে তোলার জন্য। আমরা চাই তারা সেটা করতে পারুক।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/10/22/yVaiObHwjrpQoGS0Ew97.jpg)
BREAKING: ইরানের পুনর্গঠনের জন্য দরকার অর্থ ! চীন তেল কিনলে আপত্তি নেই জানালেন ট্রাম্প
দেখুন বড় খবর।
নিজস্ব সংবাদদাতা : আজ বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইঙ্গিত দিলেন যে, ইরানের তেল বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্র কিছুটা নমনীয় হতে পারে। তিনি বলেন,''ওরা সবেমাত্র একটা যুদ্ধ শেষ করেছে। অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়েছে। হার মানতে চায়নি।” এরপর তেল বিক্রি প্রসঙ্গে তিনি বলেন,''ওরা তেলের ব্যবসায় আছে। চাইলে আমি তা থামাতে পারি আর আমি নিজেই চীনকে তেল বিক্রি করতে পারি। কিন্তু আমি সেটা করতে চাই না। ইরানের এখন অর্থ দরকার দেশটাকে গড়ে তোলার জন্য। আমরা চাই তারা সেটা করতে পারুক।”