BREAKING: ন্যাটোর প্রতি ভাবনা বদলেছে ! এবার ন্যাটো সম্পর্কে বড় মন্তব্য করলেন ট্রাম্প

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
g

নিজস্ব সংবাদদাতা : নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে অংশগ্রহণ করা নিয়ে প্রথমে অনিচ্ছার সুরে বক্তব্য রাখলেও, শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে দেখা গেল এক বিরাট পরিবর্তন। আজ বুধবার সম্মেলনের সমাপ্তি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি এখানে এসেছিলাম কারণ এখানে অংশগ্রহণ করা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু এখান থেকে আমি একটু ভিন্ন মনোভাব নিয়ে যাচ্ছি।”

ন্যাটোকে ঘিরে বরাবরই সমালোচনামুখর ছিলেন ট্রাম্প। ন্যাটোর সদস্য দেশগুলি প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত অর্থ ব্যয় না করায়, তিনি দীর্ঘদিন ধরেই 'যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত চাপ পড়ছে' বলে অভিযোগ করে আসছেন। এমনকি সম্মেলনে যোগ দেওয়ার পথেও তিনি ন্যাটোর Article 5 — সদস্য দেশগুলির প্রতি সম্মিলিত প্রতিরক্ষার অঙ্গীকার, সম্পর্কে সরাসরি সমর্থন জানাতে অস্বীকার করেন।

donald trump

তবে সম্মেলন শেষে তাঁর মন্তব্যে কিছুটা নরমভাব লক্ষ্য করা যায়। সদ্য গৃহীত প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত এবং অন্যান্য নেতাদের 'প্রচেষ্টা' তাঁকে সন্তুষ্ট করেছে বলেই ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, “ওদের (ন্যাটো) যুক্তরাষ্ট্রকে প্রয়োজন। যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো আর আগের মতো থাকবে না।”

ন্যাটো জোটের প্রতি তাঁর কঠোর মনোভাব কিছুটা নরম হওয়ায়, তা জোটের সদস্যদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।