BREAKING: যুদ্ধে জিততে পারবে না ইরান, এখনই আলোচনায় বসা উচিত ! এবার ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

কি বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ?

author-image
Debjit Biswas
New Update
g

নিজস্ব সংবাদদাতা : ইরান-ইসরায়েল সংঘাতের মাঝেই এবার ইরানকে এক কড়া হুন্ডিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন,''এই যুদ্ধ দুই পক্ষের জন্যই ক্ষতিকর। কিন্তু আমি শুধু এটাই বলতে চাই যে,ইরান এই যুদ্ধ জিততে পারবে না। ইরানের এখনই আলোচনা করা উচিত, না হলে অনেক দেরি হয়ে যাবে।”

Iran israel

এরপর পূর্বে ইরানকে দেওয়া ৬০ দিনের আল্টিমেটাম প্রসঙ্গে তিনি বলেন,'' আমি বলেছিলাম। আমার কাছে ৬০ দিন আছে, ইরানের কাছেও ৬০ দিন আছে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে, ৬১তম দিনে আমাকে বলতে হয়েছিল যে, ‘আমাদের মধ্যে কোনও চুক্তি হয়নি।” এরপর এই যুদ্ধে মার্কিন সেনাবাহিনী অংশ নেবে কিনা, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন,''আমি এখনই সেটা বলতে চাই না। তবে আমরা সবসময় ইসরায়েলকে সমর্থন করেছি,আর ভবিষ্যতেও করবো।''