নিজস্ব সংবাদদাতা : ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ খুব শীঘ্রই বন্ধ হবে, এবং উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছাবে ! আজ সকালে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ঠিক এমনটাই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, “ইরান ও ইসরায়েলকে একটি চুক্তিতে আসতে হবে, এবং শীঘ্রই দুজনেই তা করবে। যেমনটা আমি ভারতের সঙ্গে পাকিস্তান এবং সার্বিয়া-কসোভো, মিশর-ইথিওপিয়ার মতো সংঘাতের সময় করিয়েছিলাম।” এরপর ট্রাম্প আরও লেখেন,“এই মুহূর্তে বহু ফোনকল ও বৈঠক চলছে এই যুদ্ধ থামানোর জন্য। আমিই এসব করি, অথচ কেউ কৃতিত্ব দেয় না। তবুও ঠিক আছে, সাধারণ মানুষ সব সত্যি জানে।''
/anm-bengali/media/media_files/2024/10/22/yVaiObHwjrpQoGS0Ew97.jpg)
BREAKING: চুক্তি করিয়ে বন্ধ করাই যুদ্ধ,কেউ কৃতিত্ব দেয় না ! ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যেই আজব দাবি করলেন ট্রাম্প
কি বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ?
নিজস্ব সংবাদদাতা : ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ খুব শীঘ্রই বন্ধ হবে, এবং উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছাবে ! আজ সকালে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ঠিক এমনটাই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, “ইরান ও ইসরায়েলকে একটি চুক্তিতে আসতে হবে, এবং শীঘ্রই দুজনেই তা করবে। যেমনটা আমি ভারতের সঙ্গে পাকিস্তান এবং সার্বিয়া-কসোভো, মিশর-ইথিওপিয়ার মতো সংঘাতের সময় করিয়েছিলাম।” এরপর ট্রাম্প আরও লেখেন,“এই মুহূর্তে বহু ফোনকল ও বৈঠক চলছে এই যুদ্ধ থামানোর জন্য। আমিই এসব করি, অথচ কেউ কৃতিত্ব দেয় না। তবুও ঠিক আছে, সাধারণ মানুষ সব সত্যি জানে।''