মিশরের মাটিতেও হঠাৎ ভারতের গুনগান করলেন ডোনাল্ড ট্রাম্প ! বললেন ভারত মহান দেশ,পাকিস্তানের সঙ্গে....

ভারত প্রসঙ্গে কি বললেন ডোনাল্ড ট্রাম্প ?

author-image
Debjit Biswas
New Update
h

নিজস্ব সংবাদদাতা : ভারতকে যেন ভুলতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর আজ মিশরে অনুষ্ঠিত হওয়া গাজা শান্তি সম্মেলনেও ফের একবার ভারতের স্তুতি গাইলেন তিনি। আজ মিশরে গাজা শান্তি সম্মেলনে নিজের বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ করেই তিনি বলেন,''ভারত একটি মহান দেশ, যার শীর্ষে আমার একজন খুব ভালো বন্ধু রয়েছেন এবং তিনি অসংখ্য অসাধারণ কাজ করেছেন।"

donald trump and moi

এরপর তিনি বলেন,''আমি মনে করি যে খুব শীঘ্রই পাকিস্তান এবং ভারত খুব সুন্দরভাবে একসাথে সহাবস্থান করবে।'' মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য ভারতের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ায় শান্তি স্থাপনের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।