BREAKING: প্রতিটি নবজাতক শিশুকে ১,০০০ ডলার দেবে ট্রাম্প প্রশাসন ! বড় ঘোষণা করলো হোয়াইট হাউস

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা : এবার ''ট্রাম্প অ্যাকাউন্ট” নামের একটি নতুন প্রকল্পের সূচনা করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার মাধ্যমে প্রতিটি মার্কিন নবজাতক শিশুর জন্য ১,০০০ ডলারের একটি বিনিয়োগ অ্যাকাউন্ট চালু করা হবে। হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে যে, এই অ্যাকাউন্টটি একটি স্টক মার্কেট-নির্ভর ইনডেক্স ফান্ডে বিনিয়োগ করা হবে এবং শিশুদের অভিভাবকেরা তা পরিচালনা করবেন। সরকার ১,০০০ ডলার দিয়ে এই অ্যাকাউন্ট শুরু করলেও, প্রতি বছর আরও ৫,০০০ ডলার পর্যন্ত এই অ্যাকাউন্টটিতে জমা করা যাবে। এই বিষয়ে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, “এই ‘One Big Beautiful Bill’ শুধুমাত্র ইতিহাসের সবচেয়ে বড় ট্যাক্স ছাড় বিল নয়, বরং এটি ট্রাম্প অ্যাকাউন্টের মাধ্যমে শিশুদের আর্থিক ভবিষ্যৎও নিরাপদ করবে।”

donald trump