New Update
/anm-bengali/media/media_files/2025/01/23/krkTl838bklizoLxQfAK.webp)
নিজস্ব সংবাদদাতা : এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন,''ও শুধু চায় এই যুদ্ধ চালিয়ে যেতে, যাতে মানুষ মরতে থাকুক। পুতিন শুধু মানুষ মেরে যেতে চায়। এটা একদম ঠিক নয়।” এরপর রাশিয়ার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞাও এক বড় ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন,''রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আমাদের সাম্প্রতিক ফোনালাপ “একদম ভালো হয়নি”। তবে এই ফোনালাপে পুতিন বুঝতে পেরেছে যে,রাশিয়ার ওপর এক বড়মাপের নিষেধাজ্ঞা আসতে পারে।”