নিজস্ব সংবাদদাতা : এবার ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলিকে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত চিনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেন তিনি।
আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এর একটি পোস্টে লিখেছেন,''ওয়াশিংটন রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। তবে এক্ষেত্রে প্রধান শর্ত হল, ইউরোপীয় দেশগুলিকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে হবে এবং সমন্বিত ব্যবস্থা গ্রহণে ওয়াশিংটনের সঙ্গে যোগ দিতে হবে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/22/donald-trump-2025-06-22-09-24-18.jpg)
ট্রাম্প আরও লেখেন,''ন্যাটো'র উচিত চিনের ওপর কঠোর শুল্ক আরোপ করা।'' তিনি দাবি করেন, ''রাশিয়ার ওপর বেইজিং-এর "একটি শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে। তাই শান্তি ফিরে না আসা পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us