ফের চাপলো ২৫ শতাংশ শুল্ক ! মাঝরাতে বড় ঘোষণা করলেন ট্রাম্প

কি ঘোষণা করলেন ট্রাম্প ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : নভেম্বর মাসের ১ তারিখ থেকে পৃথিবীর অন্যান্য দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সমস্ত মাঝারি ও ভারী ট্রাকের (medium and heavy-duty trucks) ওপর ২৫ শতাংশ শুল্ক (tariffs) আরোপ করা হবে,আজ এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ভারতীয় সময় রাত ১২টার দিকে এই ঘোষণাটি করেন তিনি। 

donald trump

এই ঘোষণার ফলে অন্যান্য দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সমস্ত ট্রাকের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। মূলত মার্কিন ট্রাক প্রস্তুতকারকদের দেশীয় বাজারে সুবিধা দিতে এবং বিদেশী প্রতিযোগীদের নিরুৎসাহিত করতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এই শুল্কের প্রভাব বিশ্বজুড়ে বাণিজ্যিক যানবাহন রপ্তানিকারী দেশগুলির ওপর পড়বে।