BREAKING: তাহলে কি এবার শেষের পথে যুদ্ধ ? ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ইসরায়েল ও ইরানের মধ্যে এবার এক "সম্পূর্ণ ও চূড়ান্ত যুদ্ধবিরতি" (Ceasefire)-এর কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার রাতে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই কথা জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, এই যুদ্ধবিরতি শুরু হবে প্রায় ৬ ঘণ্টার মধ্যে এবং এটি ধাপে ধাপে কার্যকর করা হবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে। এই বিষয়ে ট্রাম্প জানিয়েছেন,“ইসরায়েল ও ইরানের মধ্যে পূর্ণ সম্মতিতে একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি হবে, যা প্রথমে ১২ ঘণ্টা স্থায়ী থাকবে। এরপর এই যুদ্ধটি সমাপ্ত বলে বিবেচিত হবে।” তিনি আরও জানান, “প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এবং এর ১২ ঘণ্টা পরে ইসরায়েল। ২৪ ঘণ্টা পরে সারা বিশ্ব এই ১২ দিনের যুদ্ধের সমাপ্তিকে সম্মান জানাবে।” ট্রাম্পের এই ঘোষণার পরেই ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেন, “এই চুক্তিটি সম্পন্ন হওয়ার সময় আমি হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ফোনে নিজের কাজ চালিয়ে যাচ্ছিলেন।” তিনি বলেন,“ইরানের আর পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা নেই, কারণ আমরা তাদের সেই অবকাঠামো ধ্বংস করে দিয়েছি।”

donald trump