নিজস্ব সংবাদদাতা : এমনিতেই ন্যাশনাল গার্ড মোতায়েন করা নিয়ে, ক্যালিফোর্নিয়ার গভর্নরের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এক উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল বিগত কয়েকদিন ধরেই। আর এরমাঝেই ফের একবার ক্যালিফোর্নিয়ায় আরও ২,০০০ ন্যাশনাল গার্ড মোতায়েন করার সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন। আজ এই বিষয়ে পেন্টাগনের মুখপাত্র শন পারনেল নিজের এক্স (টুইটার)-এ লিখেছেন, “প্রেসিডেন্টের নির্দেশে, প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে আরও ২,০০০ ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ড সদস্যকে, ফেডারেল সার্ভিসে ডাকা হয়েছে। উদ্দেশ্য একটাই যে, যাতে তাঁরা ফেডারেল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, নিরাপদভাবে তাদের দায়িত্ব পালন করতে সহায়তা করতে পারেন।” এদিকে, এই ন্যাশনাল গার্ড মোতায়েনকে সম্পূর্ণ অসাংবিধানিক দাবি করে ক্যালিফোর্নিয়া সরকার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে। রাজ্যের অভিযোগ, রাজ্যের সম্মতি ছাড়াই এই মোতায়েন যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করেছে।
/anm-bengali/media/media_files/2025/05/21/QLdsFTBpRq3rpl9aoTkC.jpg)