ট্রাম্পের বিল নিয়ে রূঢ়পন্থীদের সঙ্গে সমঝোতায় শঙ্কিত রিপাবলিকান ডন বেকন

ট্রাম্পের অভ্যন্তরীণ নীতিমালার আলোচনা ঘিরে রূঢ়পন্থীদের সঙ্গে সমঝোতায় শঙ্কিত নেব্রাস্কার রিপাবলিকান ডন বেকন। মিডওয়েস্টে মন্দার আশঙ্কা প্রকাশ।

author-image
Debapriya Sarkar
New Update
Don bacon

নিজস্ব সংবাদদাতা : ট্রাম্পের প্রস্তাবিত অভ্যন্তরীণ নীতিমালা ঘিরে রিপাবলিকান দলের মধ্যেই তৈরি হয়েছে বিভাজন। নেব্রাস্কার সুইং-জেলা থেকে নির্বাচিত রিপাবলিকান প্রতিনিধি ডন বেকন প্রকাশ্যে জানালেন, এই বিল নিয়ে রূঢ়পন্থী গোষ্ঠী ও হাউস নেতাদের আলোচনার পদ্ধতি নিয়ে তিনি উদ্বিগ্ন। বেকন সাফ বলেন, “গোপন সমঝোতা নয়,” এবং জানান যে আলোচনার বর্তমান ধারা তাঁকে চিন্তায় ফেলেছে।

Trump

আলোচনায় যে বিষয়গুলি উঠে এসেছে, তার মধ্যে রয়েছে মেডিকেডের কাজে নিযুক্তদের জন্য নতুন নিয়ম তাড়াতাড়ি চালু করা এবং ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের অধীনে সবুজ শক্তি কর ছাড় দ্রুত তুলে নেওয়া।

বেকনের মতে, এই প্রস্তাবগুলি বাস্তবায়িত হলে মধ্যপশ্চিম আমেরিকার গ্রামীণ অংশে মন্দা দেখা দিতে পারে। তিনি বলেন, “মিডওয়েস্টে বায়োফুয়েল আর উইন্ড এনার্জিই ভরসা। উইন্ড অনেকটাই প্রতিষ্ঠিত, তাই সেখানে কিছুটা সামঞ্জস্য চলবে, কিন্তু বায়োফুয়েল না থাকলে কৃষিপ্রধান এই অঞ্চল বড় সমস্যায় পড়বে।”