New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার ইরানের মিসাইল হামলার ফলে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠলো কাতারের রাজধানী দোহা। এই বিস্ফোরণের শব্দে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন দোহার বাসিন্দারা। এই বিষয়ে দোহার এক বাসিন্দা বলেন,'' সারা শহরজুড়ে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, কিন্তু কাতার সরকার কোনও রকম আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়নি।'' তিনি আরও বলেন,''আমার সন্তানরা সম্পূর্ণ আতঙ্কিত হয়ে পড়েছিল। আমরা হঠাৎ করে তাদের নিরাপদ স্থানে নিয়ে যেতে বাধ্য হই, কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও সতর্কতা ছিল না।'' যদিও কাতার এখনও আনুষ্ঠানিকভাবে এই বিস্ফোরণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি, তবে এই ঘটনায় কাতারের সাধারণ মানুষ অত্যন্ত আতঙ্কিত এবং ক্ষুব্ধ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/07/BhNKB5NYCXE2t5U1FrFy.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us