New Update
/anm-bengali/media/media_files/a02yfBxifUbUBpu4smp1.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আজ অর্থাৎ ৫ জুন পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশে ৫ জুন 'বিশ্ব পরিবেশ দিবস'-এর বৈঠকের আয়োজন করা হয়। ইতিপূর্বে ভারতে ২ বার 'বিশ্ব পরিবেশ দিবস'-এর বৈঠকের আয়োজন করা হয়েছে। প্রথম বৈঠকটি হয়েছে ২০১১ সালে। দিল্লিতে আয়োজন করা হয় এই বৈঠকের। এই বৈঠকের থিম ছিল 'বন: আপনার সেবায় প্রকৃতি'। এরপর ২০১৮ সালে ফের ভারতে 'বিশ্ব পরিবেশ দিবস'-এর বৈঠকের আয়োজন করা হয়। নয়াদিল্লিতে হয় এই বৈঠক। এই বৈঠকের থিম ছিল 'প্লাস্টিক দূষণের সমাধান'। চলতি বছর আইভরি কোটে হচ্ছে 'বিশ্ব পরিবেশ দিবস'-এর বৈঠক। এই বছরের থিম 'প্লাস্টিক দূষণের সমাধান'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us