স্কুল ছুটির ঘোষণা! কারণ কী?

দিওয়ালিতে স্কুল ছুটির ঘোষণা নিউ ইয়র্কে।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
school

File Pic

নিজস্ব সংবাদদাতাঃভারতের সবচেয়ে বড় উৎসব দিওয়ালিতে ছুটির ঘোষণা সুদূর মার্কিন মুলুকে। নিউ ইয়র্কের সব স্কুল দিওয়ালিতে এবার থেকে বন্ধ থাকবে। আলোর উৎসব পালন করতে ছুটির ঘোষণা করেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। সেখানকার ভারতীয় বংশোদ্ভূতদের পাশাপাশি স্থানীয়রাও দিওয়ালিতে সরকারী ছুটির আবেদন জানিয়ে ছিলেন।

তবে অফিস, কারখানা বন্ধ না থাকলেও দিওয়ালিতে স্কুল পড়ুয়াদের ছুটি দেওয়া হচ্ছে। নিউ ইয়র্কের বসন্তে ৬ লক্ষ বাসিন্দা দিওয়ালির খুশিতে মাতেন। মার্কিন প্রেসিডেন্টের অফিস থেকেও এখন দিওয়ালির শুভেচ্ছা জানানো হয়। গত বছর হোয়াইট হাউসে দিওয়ালি পালন করতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে।

মূলত হিন্দুদের উৎসব হলেও ধর্ম বর্ণ নির্বিশেষে মার্কিন মুলুকে দিওয়ালি পালিত হয়। চলতি বছর দিওয়ালি পালিত হবে ১২ নভেম্বর, রবিবার।