"I condom"! প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে ঝড়, সত্যি কি তাই লিখেছিলেন?

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি হাসির বন্যা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-15 at 2.39.41 AM

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইজরায়েল-ইরান সংঘর্ষ নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে "I condemn"- এর পরিবর্তে "I condom" টাইপ করার একটি স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর অনলাইনে ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠেন। টাইপিংয়ের সঠিকতা এখনও যাচাই করা হয়নি।

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইজরায়েলের বিমান হামলার নিন্দা জানাতে পোস্টটি করা হয়েছিল বলে জানা গেছে। "I condemn, in the strongest possible terms, today's unprovoked attack on Iran by Israel" এই লাইনটির শুরুর অংশটি ভাইরাল কন্টেন্টে পরিণত হয়। দাবি করা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের সমর্থনে 'নিন্দা'- এর পরিবর্তে ভুল করে 'কনডম' লিখে ফেলেছিলেন। পরবর্তীতে নাকি তিনি তা সংশোধন করেন।

x