New Update
/anm-bengali/media/media_files/o0jMF4qRz6XITNFSMFwH.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গতকাল বিক্ষোভের পরিস্থিতির মাঝে বন্ধ রাখতে হয়েছিল ওপার বাংলার শেয়ারবাজার। স্বাভাবিক ভাবেই বাজারে নেমেছিল ধস। তবে আজকের সকালটা বাজারে নিয়ে এলো সুসংবাদ। বাংলাদেশের নতুন বাস্তবতায় আজ লেনদেন শুরু হওয়ার পরই সূচকের বড় উত্থান হয়েছে। প্রধান তিনটি সূচকই ঊর্ধ্বমুখী ধারায় আছে বলে জানা যাচ্ছে। দিনের প্রথম ১০ মিনিটেই প্রধান সূচক ২০০ পয়েন্ট বেড়ে যায়। আর প্রথম ৩০ মিনিটে লেনদেন ছাড়িয়ে যায় ৩০০ কোটি টাকা। বাংলাদেশের উত্তপ্ত পরিবেশের মাঝে এটাই একমাত্র ভালো খবর বিনিয়োগ কারীদের জন্যে।
/anm-bengali/media/media_files/X0pN1zdlsR7dWcRLrNTf.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us