ঢাকা কলেজ বনাম সিটি কলেজের সংঘর্ষ, নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নামলো পুলিশ

ছোটখাটো বিষয় থেকে প্রায়ই এমন ঘটনা ঘটে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: ঢাকায় নিউমার্কেট এলাকায় বৃহস্পতিবার দুপুরে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ড নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় পুলিশ লাঠি চার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিজ কলেজের সামনে ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিজ কলেজে সামনে অবস্থানে বসেছে। 

এ ধরনের ছোটখাটো বিষয় থেকে প্রায়ই এমন ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। গত তিন দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ড নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর পরশুদিনও উত্তেজনা দেখা দেয়। কিন্তু আজ আবার তা সংঘর্ষের রূপ নেয়। 

এ ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম। এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি ও ১৮ মার্চ ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। আর এদিন ফের একবার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটলো।